অনলাইনে জন্ম নিবন্ধন যাটাই করা একদম সহজতর। আপনি নিজে একদম সহজভাবে নিবন্ধন প্রক্রিয়া যাটাই করতে পারবেন।

স্মার্ট মোবাইল ও ল্যাপটপে দুই ডিভাইস দিয়ে জন্ম তথ্য চেক করা যায়।
চলুন জেনে নি , জন্ম নিবন্ধন চেক করার ২টি পদ্ধতি।
- Website এর মাধ্যমে।
- Apps এর মাধ্যমে।
জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই।
ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড যাচাই করার জন্য আপনাদের শুধু মাত্র জন্ম নিবন্ধনে উল্লেখিত নম্বর ও নিজ জন্ম তারিখ লাগবে।
এ পদ্ধতিতে নামের কোনো প্রয়োজন নেই।আপনাদের যাদের অনেক আগে জন্ম নিবন্ধন করেছিলেন
ও যাদের জন্ম তথ্য হাতে লেখা সকলেই চাইলে জন্ম তথ্য অনলাইন চেক করতে পারবেন।
এই ধারা ফলো করে অতি সহজে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন।
1.Website এর মাধ্যম।
অনলাইনে জন্ম তথ্য যাচাই এর জন্য সর্বপ্রথম https://everify.bdris.gov.bd এই লিঙ্কে ভিজিট করতে হবে।দুটি ঘর দেখতে পাবেন।

১ম ঘরটিতে আপনাদের যে জন্ম তথ্য যাচাই করতে হবে সেই নিবন্ধনে উল্লেখিত ১৬ অথবা ১৭ (১৯১২২০৪০২০৫৬৪৩১৫৮) সংখ্যার নিবন্ধন নম্বর দিতে হবে।
২য় ঘরটিতে
বছর -মাস -দিন (yyyy-mm-dd) স্থানে আপনার ঐ নিবন্ধনে উল্লেখিত জন্ম তারিখ লিখুন বা সিলেক্ট করুন।
একটু নিচে ক্যাপচা কোড দেখতে পাবেন।সঠিকভাবে এন্ট্রি করে দিন। তথ্য ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ড আপনাদের জন্ম নিবন্ধন থাকা সকল ধরনের তথ্য দেখতে পাবেন।
ঐখান থেকে আপনাদের সকল তথ্য সঠিক আছে কিনা উক্ত তথ্য যাচাই করে নিতে পারেন।চাইলে উক্ত তথ্য বহুল পেজটি কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন।
স্মার্ট মোবাইল হলে সে ক্ষেত্রে স্ক্রিনশট অথবা ক্রোপস দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন।
2.Apps এর মাধ্যমে।
আপনারা আরো সর্ট কাটে apps ব্যাবহার করে নিবন্ধন চেক করতে পারেন।

অ্যাপটি ওপেন করে আগের মতো ১ম ঘরটিতে আপনাদের যে জন্ম তথ্য যাচাই করতে হবে সেই নিবন্ধনে উল্লেখিত ১৬ অথবা ১৭ (১৯১২২০৪০২০৫৬৪৩১৫৮) সংখ্যার নিবন্ধন নম্বর দিতে হবে।
বছর -মাস -দিন (yyyy-mm-dd) স্থানে আপনার ঐ নিবন্ধনে উল্লেখিত জন্ম তারিখ লিখুন বা সিলেক্ট করুন।
একটু নিচে ক্যাপচা কোড দেখতে পাবেন।সঠিকভাবে এন্ট্রি করে দিন। তথ্য ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করুন।
চাইলে উক্ত তথ্য বহুল পেজটি কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন।
ফেসবুক মনিটাইজেশনও ইনকামের ও শর্তসমূহ।…