ফেসবুক স্ট্যাটাস
ফেসবুক ব্যাবহারকারী দের কাছে কম সময়ে সবচেয়ে জনপ্রিয়তা অর্জনের উপায় হলো ফেসবুক স্ট্যাটাস।
আমরা আমাদের ফেসবুকের নিউজফিডে লেখা লেখির মাধ্যমে মনের ভাব প্রকাশ করি।
মনের ভাব প্রকাশ করার এই লেখাকে মূলত স্ট্যাটাস বলে।

ফেসবুক অ্যানালাইসিস টিম বিশ্লেষণ করে দেখেছে ফেসবুকে ব্যাবহারকারীরা ফেসবুকে আনন্দের মুহূর্ত শেয়ার করে, দুঃখ প্রকাশ করে ফানি গল্প লেখে এবং রাজনৈতিক আলোচনা -সমালোচনা প্রচার করে, শিক্ষা মূলক স্ট্যাটাস শেয়ার করে এছাড়াও গান, বাজনা ছবি, অডিও, ভিডিও আপলোড করে ইত্যাদি।

ফেসবুক এনালাইসিস টিম রিসার্চ এর উপর ভিত্তি করে স্ট্যাটাসকে সাধারণত ৮ ভাগে ভাগ করেছে।
- হ্যাপি স্ট্যাটাস।
- স্যাড স্ট্যাটাস।
- ফানি স্ট্যাটাস।
- গেমিং স্ট্যাটাস।
- সেলস অর বাই স্ট্যাটাস।
- শিক্ষা মূলক স্ট্যাটাস।
- সাহায্য মূলক স্ট্যাটাস
- রাজনৈতিক স্ট্যাটাস।
১। হ্যাপি স্ট্যাটাস।
হ্যাপি স্ট্যাটাস বলতে বোঝায় যে ধরনের স্ট্যাটাস মানুষের মনের ভাব তৃপ্তি, আনন্দ,উচ্ছ্বাস বা সন্তুষ্টি প্রকাশ করে তাকে হ্যাপি স্ট্যাটাস বলে।
২। স্যাড স্ট্যাটাস।
স্যাড স্ট্যাটাস বলতে বোঝায় যে ধরনের স্ট্যাটাস মানুষের মনের ভাব উল্লাসহীন, হতাশা,নিরাশা,অসহায়তা ইত্যদি প্রকাশ করে তাকে স্যাড স্ট্যাটাস বলে।স্যাড স্ট্যাটাস হলো হ্যাপি স্ট্যাটাস পুরোপুরি বিপরীত।
৩। ফানি স্ট্যাটাস।
ফানি স্ট্যাটাস বলতে বোঝায় যে ধরনের স্ট্যাটাস মানুষের মনে রসিকতা, আনন্দ, তৃপ্তি, রং তামাসা, হাস্যরস ইত্যদি প্রকাশ করে তাকে ফানি স্ট্যাটাস
বলে।

সোশ্যাল মিডিয়াই দিন দিন অধিক জনপ্রিয় হয়ে ওঠছে ফানি স্ট্যাটাস।
৪।গেমিং স্ট্যাটাস।
গেমিং স্ট্যাটাস বলতে বোঝায় যে ধরনের স্ট্যাটাস শুধু মাত্র ভার্চুয়াল ভিডিও গেমসকে নির্দেশ করে তাকে গেমিং স্ট্যাটাস বলে।
৫।সেলস আর বাই স্ট্যাটাস।
সেলস অর বাই স্ট্যাটাস বলতে নিত্য প্রয়োজনীয় পন্যের অনলাইন ভিত্তিক দরদাম বৃদ্ধির আপগ্রেড তথ্যই সেলস অর বাই স্ট্যাটাস নামে পরিচিত।বিশ্ব এখন অনলাইন নির্ভর। মানুষ ঘরে বসে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রিই ক্রয় বিক্রয় শুরু করছে।
৬। শিক্ষা মূলক স্ট্যাটাস।
শিক্ষা মূলক স্ট্যাটাস হলো যে ধরনের স্ট্যাটাসে মাধ্যমে আমরা জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারি নতুন কোন কিছু শিখতে পারি সেটাই শিক্ষা মূলক স্ট্যাটাস।
শিক্ষা মূলক স্ট্যাটাস ২ ধরনের।
-
ইতিবাচক শিক্ষা মূলক স্ট্যাটাস
-
নেতিবাচক শিক্ষা মূলক স্ট্যাটাস
ইতিবাচক শিক্ষা মূলক স্ট্যাটাস বলতে বোঝায় যে ধরনের স্ট্যাটাস আমাদের ভাল কিছু শিক্ষা দেয় তাকে ইতিবাচক স্ট্যাটাস বলে।
নেতিবাচক শিক্ষা মূলক স্ট্যাটাস বলতে বোঝায় যে ধরনের স্ট্যাটাস আমাদের শিক্ষার খারাপদিক নির্দেশকরে তাকে নেতিবাচক স্ট্যাটাস বলে।
Facebook post এর জন্য 2k+ ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন…
৭। সাহায্য মূলক স্ট্যাটাস।
সাহায্য মূলক স্ট্যাটাস হলো বিপদগ্রস্ত মানুষটি তাঁর বিপদ লাঘবের প্রচেষ্ঠা এবং অনুদান প্রার্থী স্ট্যাটাস।
৮। রাজনৈতিক স্ট্যাটাস।
যে ধরনের স্ট্যাটাস এর মাধ্যমে আলোচনা সমালোচনা এবং রাজনৈতিক তথ্য আদি তুলে ধরা হয় তাকে রাজনৈতিক স্ট্যাটাস বলে।
★★★★স্ট্যাটাস সর্তকতা অবলম্বন। ★★★★
আমার প্রতি নিয়ত স্ট্যাটাস দিয়ে থাকি। আমাদের উচিত শিক্ষা মূলক, আনন্দ উল্লাস,ট্রল,সমালোচনা, দুঃখ প্রকাশ ফানি গল্প লেখা ইত্যাদি সচেতনতার সাথে নিয়ম কানুন মেনে এবং নিজস্ব নিরাপত্তা বজায় রেখে স্ট্যাটাস দেওয়া উচিৎ।
খাঁটি মধু চেনার ৭টি সহজ পরিক্ষা / সহজ কৌশল।…