জানাযার নামাজ পড়ার নিয়ম ও কবর জিয়ারত করার দোয়া আমার অনেক জানি না।কিন্তু জানাযার নামাজের নিয়ম ও কবর জিয়ারত করার দোয়া মুসলিম হিসাবে জানা অত্যন্ত জরুরী।
এই নিয়ম ও দোয়া না জানার কারণেই জানাযার নামাজে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়।আমাদের নামাজ পরিপূর্ণ হয় না।
চলুন জানাযার নামাজের নিয়ম জেনে নেওয়া যাকঃ
জানাযার নামাজ হলো চার তাকবীর বিশিষ্ট ফরজে কেফায়া নামাজ। যে নামাজ আদায় করা প্রত্যেকে মুসলিম নরনারী উপর আলাদাভাবে ফরজ নয়।
সর্বপ্রথম জানাযার নামাজে নিয়ত করতে হবে।
নিয়তঃ- আমি আল্লাহর উদ্দেশ্যে জানাযার ফরযে কেফায়ার নামাজ চার তাকবীর সহিত কেবলামুখী হয়ে এই মাইয়েতকে সামনে রেখে এই মাইয়েতের মাগফেরাতে উদ্দেশ্যে ঈমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি।
১ম তাকবীরঃ
ছানা পাঠ :
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা-ইলাহা গাইরুকা।
২য় তকবীরঃ
দরুদে ইব্রাহীম পাঠ:
আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়াআলা আলি ইব্রাহিম ইন্নাকা
হামিদুম্মজীদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিও ওয়াআলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়াআলা আলি ইব্রাহিম ইন্নাকা
হামিদুম্মাজীদ।
৩য় তকবীরঃ
দোয়া:
আল্লাহুম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যুতিনা ওয়া শাহিদিনা ওয়া
গায়িবিনা ওয়া ছাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা।
আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহআহিয়িহি আলাল ইসলাম, ওয়া মান
তাওয়াক্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বিরাহামাতিকা ইয়া
আর হামার রাহিমীন।
৪র্থ তকবীর:
দুই দিকে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আস সালাম ) বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। এর পর লাশের কবরে ৩ মুঠ মাটি দেওয়া।কবরে মাটি দেওয়ার দোয়া।
মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উরা।
কবরে রাখার দোয়া
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ্
চলুন কবর যিয়ারতের দোয়া ও
নিয়ম জেনে নেওয়া যাক।
কবর যিয়ারতের নিয়মঃ
১। সূরা ফাতেহা ৩ বার
২। সূরা নাস ৩ বার
৩। সূরা ফালাক ৩ বার
৪। সূরা ইখলাস ৭ বার
৫। আয়াতুল কুরছী ৩ বার
৬। দুরুদ শরীফ ১১ বার
৭। আস্তাগফিরুল্লাহ ১১ বার
৮। মোনাজাত
আমারা মুসলিম তাই আমাদের সকালে উচিৎ সঠিক পদ্ধতি যেনে নিয়ে ইসলামের সকল বিধি বিধান যথারীতি পালন করা।