নকিয়া (NOKIA) তুমুল পরিচিত প্রযুক্তি ও মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ।
নকিয়া নিদিষ্ট একটা সময় ধরে জনপ্রিয়তার শীর্ষেস্থানে ছিল অবস্থান করছিল। দীর্ঘ মেয়াদী নিশ্চয়তা দিতে পেরেছে।
নোকিয়া কোম্পানির প্রযুক্তি গুলো ক্রেতার মন জয় করতে সক্ষম হয়েছে।

চলুন জেনে নেই, নকিয়া (NOKIA) স্মার্ট ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা।
বিশ্ব বাজারে সবচেয়ে পরিচিত ফিনল্যান্ডের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের নকিয়া কোম্পানির রয়েছে আস্থা, বিশ্বাস টেকসই পন্য।
নকিয়া কোম্পানির চুক্তি বদ্ধ হয়ে বিভিন্ন কোম্পানির পন্য সামগ্রি তৈরি করে।নোকিয়া Apple ও Samsung কোম্পানির মত বড় কোম্পানিতে
চুক্তি বদ্ধ হয়ে সততার সাথে কাজ করেছে। চুক্তি শেষ করে ইতিমধ্যে বিশ্ব বাজারে হইচই ফেলে দিয়েছে।

নোকিয়া কোম্পানি তাদের নিজস্ব তৈরী Android (অ্যান্ড্রয়েড) স্মার্ট মোবাইল ফোন বাজারে ছাড়ছে নকিয়া Nokia 5G।
যেটা iPhone এর সাথে টিক্কা দিচ্ছে। শোনা যাচ্ছে iPhone থেকে আধুনিক,স্মার্ট ডিজাইন, কালার ভেরিয়েশন,
পাওয়ার ফুল স্ট্রোরেজ ,ব্লক চেইন সিকিউরিটি বিচার বিশ্লেষণ করে তৈরী করেছে।
পুনরায় শোনা যাচ্ছে নোকিয়া জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিবে।
NOKIA ডিজাইন: নোকিয়া নতুন চমক Nokia 5G। নোকিয়া গ্রাহকের চাহিদা অনুসারে দৃষ্টিনন্দন ডিজাইন করেছে।

Nokia কালার : নকিয়া বিশেষ বিষয় হলো কালারস । আমরা বাজারে নোকিয়া বিভিন্ন কালার দেখত পাই। আপনার পছন্দ মত কালারস বেছে নিতে পারবেন।
Nokia স্ট্রোরেজ: স্ট্রোরেজ মানে ক্ষমতা। সুপার ফাস্ট র্যাম ৮ জিবি, রম ১৩২ জিবি।
২ প্রসেসরের ফোনটিতে থাকছে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
Nokia ক্যামেরা :নকিয়া ক্যামেরা তুলনামূলক অন্যান্য প্রায় সব স্মার্টফোনের ক্যামেরা থেকে আলাদা।
থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা বিল্টইন ও প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স।
দুটি সেকেন্ডারি ক্যামেরা যেটা ৩২ (Mpxl ) মেগাপিক্সেল এবং অপরটি ১৬ (Mpxl) মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর।
Nokia ডিসপ্লে : নকিয়া স্মার্টফোনে দেওয়া হচ্ছে 4k রেজুলিউশন। ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে
ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন। যা চোখের ক্ষতি কমাতে সাহায্য করবে।
Nokia প্রোটেক্টর: নকিয়া রয়েছে আধুনিক প্রোটেক্টর ক্ষমতা। সাধারণত ধুলাবালি ও ওয়াটার প্রুভড।
স্ক্রেস থেকে রক্ষার জন্য সামনে পিছনে গ্লাস প্রোটেক্টর ব্যাবহার করতে পারেন।
Nokia সিকিউরিটি: নকিয়া স্মার্টে রয়েছে নিজস্ব শক্তি শালি ব্লকচেইন সিকিউরিটি ব্যাবস্থা ।
ভাইরাসের বিরুদ্ধ রয়েছে বিশেষ AI নিরাপত্তা ব্যবস্থা।
Nokia ব্যাটারি:নোকিয়া দীর্ঘ স্থায়ী চার্জ ধারন ক্ষমতাসম্পূর্ণ ব্যাটারী ব্যাবহার করা হয়।
সাধারণত ৭৮০০ ব্যাটারি mAh ক্ষমতাসম্পূর্ণ ব্যাটারী ব্যাবহার করা হয়।আনুমানিক 12 থেকে 15 ঘন্টা একনাগাড়ে চলবে।
মূল্য: নকিয়া মূল্য নিয়ে তেমন মাথা ঘোরার কিছু নেই। আইফোনের তুলনায় অনেক সহজ লভ্য।